আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া এ মুহূর্তে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছেন। সম্প্রতি নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার বর তানজিম তৈয়ব, রাজশাহীর ছেলে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর এবং দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।বিয়ের পর ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের বিষয় ছিল—অভিনেত্রী মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন। শবনম ফারিয়া জানিয়েছেন, হানিমুনে তারা যাবেন মালদ্বীপে। ধারণা করা হচ্ছে, মালদ্বীপ যাত্রার আগে শ্রীলঙ্কায় কিছু সময় কাটাচ্ছেন তিনি। এরপর শ্রীলঙ্কা থেকে পোস্ট করা তার একটি ছবি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এর আগেও নানা সময় সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী।নেটিজেনরা কেউ কেউ তাকে কটাক্ষ করেছেন, আবার অনেকে প্রশংসা করেছেন। যদিও শবনম ফারিয়া এই বিষয়ে কোনো মন্তব্য...