নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী নন্দিনী সরকার (১৯) গত ৫ অক্টোবর রাতে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে তার মৃত্যু মাদকের বিষক্রিয়ায় হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে চূড়ান্ত কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পরেই জানা যাবে। মানিকগঞ্জ জেলার গিলন্ড গ্রামের ইজিবাইকচালক অনিল সরকারের মেয়ে নন্দিনী ছিলেন দুই বোনের বড়। মেধাবী শিক্ষার্থী হিসেবে তিনি ঢাকা মেডিকেল কলেজে সদ্য ভর্তি হয়েছিলেন। দুর্গাপূজার সময় তিনি পরিবারের সঙ্গে শৈলকূপার ভাণ্ডারীপাড়ায় মামার (বিজন সরকারের) বাড়িতে বেড়াতে যান। ৩ অক্টোবর (শুক্রবার) পরিবারসহ কুমার নদে পূজার বিসর্জন দেখতে নৌকায় যান। সেখানে উপস্থিত ছিলেন প্যারামাউন্ট টেক্সটাইলস-এর দুইজন কর্মচারী, যাদের নাম প্রকাশ হয়নি। একদিন পর, ৪ অক্টোবর থেকেই অসুস্থ হয়ে পড়েন নন্দিনী। ৪ অক্টোবর সন্ধ্যায় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাত ১২টার পর পুনরায় অসুস্থ...