কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ঠিকাদারকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের সাইট ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলামকে এই জরিমানা করা হয়। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা জানান, গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্টে এলজিইডি কর্তৃক নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের আড়ালে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে নদীর চর থেকে বালু উত্তোলন করছিল।...