প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বাহরাইনের স্বরাষ্ট্র, শ্রম ও আইন, এবং বিচার ও ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। উপদেষ্টা আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাহরাইনে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা জারি করার আহ্বান জানান। সোমবার বাহরাইনের রাজধানী মানামায় এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয় বলে দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে অংশ নেন বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বিন আব্দুল্লাহ আল খলিফা, শ্রম ও আইনমন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্মমন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দা। আসিফ নজরুল বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি বিশেষজ্ঞ ও মেডিক্যাল টেকনিশিয়ানসহ দক্ষ জনশক্তি নিয়োগের প্রস্তাব দেন। এছাড়া বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা...