কুমিল্লার একটি হোটেলে বুধবার সন্ধ্যায় গোল টেবিল বৈঠকে বক্তব্য দেন জামায়ত নেতারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “পিআর পদ্ধতি চালু হলে ফ্যাসিস্ট তৈরি হওয়া বন্ধ হবে। পিআর হলে কর্তৃত্ববাদীর রাজনীতি বন্ধ হবে। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হবে। আগে যে তকমা বা ব্র্যান্ডিংয়ের রাজনীতি ছিল সেটা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।” বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দাবিতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী এই বৈঠকের আয়োজন করে।আরো পড়ুন:নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত‘জামায়াত সকল বাংলাদেশিকে নিয়ে সুন্দর দেশ গড়তে চায়’ মাওলানা আবদুল হালিম বলেন, “আমরা জনগণের স্বার্থে ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায়...