রাজনীতিতে চিরস্থায়ী শত্রুমিত্র নেই- এ চিরায়ত উক্তির বাস্তব প্রতিফলন ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে। এ দেশের রাজনীতিতে দীর্ঘদিনের দুই মিত্র এখন একে অপরের প্রধান প্রতিপক্ষ।বিএনপি এবং জামায়াত এখন আর বন্ধু নয়, শত্রু। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা এখন মুখোমুখি। বিএনপি-জামায়াতের এ লড়াই যে শুধু জনপ্রিয়তার পরীক্ষা, তা নয়, এটি রাজনৈতিক কৌশলের খেলাও বটে। এ কৌশলের খেলায় কে জিতবে? তার চেয়েও বড় প্রশ্ন, বিএনপি কি জামায়াতের কৌশল বুঝতে পারছে?জুলাই বিপ্লবের পর জামায়াত বাংলাদেশের রাজনীতিতে একের পর এক চমক দেখাচ্ছে। ২০১৩ সালে যে দলের অস্তিত্ব নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছিল, সেই দলটি আজ বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর। জামায়াতকে অনেক রাজনৈতিক বিশ্লেষক ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করেন। ফিনিক্স পাখি যেমন ভস্মীভূত হওয়ার পর আবার নতুন করে জেগে ওঠে, জামায়াতও ঠিক তেমনি। ২০১০...