গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কার্যক্রম শুরু হয় ২০২৫-এর জুলাই মাসে। আগস্টের ৩০ তারিখ ইতালির জেনোয়া ও ৩১ তারিখ স্পেনের বার্সেলোনা থেকে ছেড়ে যায় প্রথম দুটো জাহাজ। এরপর ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন বন্দর থেকে যোগ দেয় বাকি জাহাজ-নৌকাগুলো। মানবিক সহায়তা নিয়ে ৪২টি নৌকায় ৫০০-এর অধিক মানবাধিকারকর্মী যাত্রা করেন গাজার জলসীমার উদ্দেশে, ইসরায়েলের ১৮ বছর পুরোনো ব্লকেড ভাঙতে। কিন্তু অক্টোবরের ১ থেকে ৩ তারিখের মধ্যে অভিযান চালিয়ে সব জাহাজ-নৌকা আটক করে বাজেয়াপ্ত করে ইসরায়েলি নৌবাহিনী। ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর ছিল এটি।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধোন্মত্ত মন্ত্রিসভাকে এ ব্যাপারে অবগত করা উচিত ছিল যে, রাষ্ট্র যখন টানা দুই বছর ধরে সাতটি ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে, তখন নতুন এক সংঘাতের দুয়ার খোলার আগে একটু ভেবে দেখা বুদ্ধিমানের কাজ। মানবিক সহায়তা প্রবেশ করতে না...