গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বুধবার অভিযান চালিয়ে একটি চোলাই মদের আস্তানা ধ্বংস করেছে যৌথ বাহিনী। পরে চার মাদক কারবারিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। এ ছাড়া একই অভিযানে ৮৪৫ পিস ইয়াবাসহ অন্য এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার সুমিত্রা রানী (৫০), একই এলাকার অনিক (১৯), একই এলাকার দুই ভাই পবিত্র বর্মণ (২৪) ও অমিত বর্মণ (২২)। এ ছাড়া অন্য গ্রেপ্তার ব্যক্তি হলেন একই উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকার রানা মিয়া। জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন বেড়েই চলেছে...