ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস শান্তি পরিকল্পনার প্রথম ধাপে স্বাক্ষর করেছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে ট্রাম্প বলেন, খুব শিগগিরই সব বন্দিকে মুক্তি দেওয়া হবে, আর ইসরায়েল চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ে ধাপে ধাপে তাদের সেনা সরিয়ে নেবে।” ট্রাম্প এটিকে একটি শক্তিশালী ও টেকসই শান্তির দিকে প্রথম পদক্ষেপ বলে আখ্যা দেন। “আজকের দিনটি আরব ও ইসলামি বিশ্ব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এক মহান দিন আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, এই চুক্তিতে সব পক্ষের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা হবে। এসময় তিনি আমরা কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যের জন্য মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড...