অত্যন্ত হতাশাব্যঞ্জক তথ্য হচ্ছে, দেশের কৃষি উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলাগুলোই বজ্রপাতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়ছে। আবার ফসল উৎপাদন ও বজ্রপাতের মৌসুম একই সময়ে হওয়ায় বিষয়টি কৃষির জন্য নতুন বিপদ হিসেবে দেখা দিয়েছে। পরিসংখ্যান বলছে, গত ১৪ বছরে বজ্রপাতে প্রাণ গেছে ৪ হাজার ১৫৮ জনের। প্রতি বছর গড়ে মারা গেছে ২৯৭ জন।এটা গভীর হতাশার যে, প্রায় এক দশক আগে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হলেও তা থেকে সুরক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। অথচ এসব উদ্যোগে শুধু ব্যয়ই বেড়েছে। ক্রমাগত ব্যয় বাড়লেও মেলেনি দৃশ্যমান সুফল। অতীতে দেখা গেছে, বজ্রপাত থেকে রক্ষায় বজ্রনিরোধক দণ্ড বা লাইটনিং অ্যারেস্টার স্থাপন করা হয়েছে। লাগানো হয়েছে তালগাছ। এ ছাড়া নেওয়া হয়ছে বেশ কিছু প্রকল্প। তবে এগুলো রাখতে পারেনি কার্যকর ভূমিকা। এর...