ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে আততায়ীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন। ক্যানার প্রদেশে তার কনভয়ের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির পরিবেশ ও জ্বালানিমন্ত্রী ইনেস মানজানো। খবর শাফাক নিউজের।মন্ত্রী জানান, প্রেসিডেন্টের মোটরকেড একটি বিক্ষোভ এলাকায় প্রবেশ করলে গুলিবর্ষণ শুরু হয়। গুলিতে প্রেসিডেন্টের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন। ঘটনার পর পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মানজানো একে প্রেসিডেন্টের ওপর সরাসরি হত্যাচেষ্টা বলে বর্ণনা করেছেন।বর্তমানে ইকুয়েডরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। সরকার ডিজেল ভর্তুকি তুলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করায় টানা তিন সপ্তাহ ধরে প্রতিবাদ চলছে। কনফেডারেশন অব ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ অব ইকুয়েডর নামের সংগঠন এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে।তবে হামলার দায় অস্বীকার করেছে কনফেডারেশন অব ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ অব ইকুয়েডর। তারা অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করছে...