গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধ শেষের দিকে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়েছে।মধ্যস্থতাকারী দেশ কাতার এই খবর নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, চুক্তির সব শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে।হামাস এক বিবৃতিতে জানায়, তারা এমন একটি সমঝোতায় পৌঁছেছে যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেবে এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া চালু করবে।বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্টঅন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বৃহস্পতিবার তিনি সরকারে এই যুদ্ধবিরতি চুক্তির...