পদ্মাসেতু চালু হওয়ার পর পদ্মার পাড় বিনোদনপ্রেমীদের জন্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। শীত কিংবা বর্ষা সব মৌসুমেই পদ্মার সৌন্দর্য দেখতে পদ্মার পাড়ে ভিড় জমায় দূর-দূরান্তের মানুষ।বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত পদ্মানদীর মুন্সীগঞ্জের শিমুলিয়া, শরিয়তপুরের জাজিরা এবং মাদারীপুরের শিবচর অংশে মানুষের পদচারণায় মুখোর থাকে। আর ভ্রমণপ্রেমী মানুষের বিচরণ বাড়ায় পদ্মার পাড়ে এক্সপ্রেসওয়ে ঘেঁষে গড়ে উঠেছে নানা বাহারি রেস্টুরেন্ট। জানা গেছে, পদ্মাসেতু পার হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশেই গড়ে উঠেছে বাহারি রেস্টুরেন্ট ও বিনোদনকেন্দ্র। পদ্মারপাড়ে ঘুরতে আসা ভ্রমণপ্রেমীদের একটু বিশ্রাম নেওয়া, নিরিবিল পরিবেশে বসে সন্ধ্যা বা রাতের খাবার ডিনারের জন্য এসব রেস্টুরেন্টের কদর দিন দিন বাড়ছে। এ ছাড়াও পদ্মার পার সংলগ্ন এক্সপ্রেসওয়ের পাশে গড়ে উঠেছে অসংখ্য খিচুড়ির দোকান। রয়েছে নানান রকম মুখরোচক ভাসমান খাবারের দোকানও। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় থাকে...