পটল বাংলাদেশের একটি গ্রীষ্মকালীন সবজি। এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে উৎপাদন হয় সবচেয়ে বেশি।সাধারণত মার্চ থেকে অক্টোবর মাস পটল উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দেশে সাধারণত বারি পটল-১, বারি পটল-২ এবং বারি হাইব্রিড পটল-১ চাষ হয়ে থাকে। পটল চাষের ক্ষেত্রে উষ্ণ ও আর্দ্র জলবায়ূ ভালো। উচ্চ তাপমাত্রা এবং পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন। পানি জমে না এমন উঁচু বেলে-দো-আঁশ বা দোআঁশ মাটি সবচেয়ে ভালো। আবহাওয়া বিবেচনায় মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট বিভাগে বন্যামুক্ত ও পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা আছে এমন জমিতে পটল চাষ করা সম্ভব বলে মনে করছেন গবেষণায়যুক্ত কৃষি বিজ্ঞানীরা। ইতোমধ্যে পটল চাষাবাদের জন্য মৌলভীবাজার জেলার পরিবেশ ও মাটির আদ্রতা উপযুক্ত হওয়ায় আমদানি নির্ভর এই ফসলটি জেলাজুড়ে ব্যাপক উৎপাদনে নিয়ে আসার লক্ষ্যে প্রাথমিক গবেষণা ও যাচাইয়ের কাজ সম্পন্ন করেছেন গবেষণা সংশ্লিষ্ট কৃষি বিজ্ঞানীরা। জেলা সদরের আকবরপুর...