বাংলাদেশের জন্মলগ্নে আনন্দ এবং বিষাদ ছিল তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। একদিকে লাখো মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, তেমনি বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি বাংলাদেশ যেখানে শপথ ছিল সোনার বাংলাদেশ গড়ার। “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ” এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়েছিলাম, বাকি সব ইতিহাস। ২৪-এর ৫ অগাস্ট আবারও নতুন প্রজন্ম নেতৃত্ব দিয়েছে, স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে। কিন্তু সেই বাংলাদেশ, যে স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু করেছিল, আজ আবারও বিভ্রান্তি ও হতাশার অন্ধকারে। আমার কষ্ট এখানেই কারণ ভেবেছিলাম ড. ইউনুসের নেতৃত্বে আমরা সত্যিই নতুন বাংলাদেশ গড়তে পারব। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিচারপতি থেকে রাষ্ট্রপতি, সেনাপ্রধান থেকে পুলিশ প্রধান প্রশাসন ও রাজনৈতিক দলগুলো দুর্নীতির ছত্রছায়ায় আবৃত। একটি রাষ্ট্র কীভাবে টিকে থাকবে, যখন তার শীর্ষস্তরই দুর্নীতিতে জর্জরিত? অন্তর্বর্তীকালীন...