রাজধানীর মোহাম্মদপুরে গত তিন মাসে চুরি-ছিনতাইসহ নানা অপরাধে গ্রেপ্তার হয়েছেন ১২০০ জন। অপরাধ বাড়ায় অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। এলাকার অপরাধীদের অন্যতম আস্তানা জেনেভা ক্যাম্প, বলছে পুলিশ। ভাসমান অপরাধী, জামিনে মুক্ত হয়ে ফের অপরাধে জড়ানোসহ নানা কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পাচ্ছে পুলিশ। গত কয়েক মাস ধরেই রাজধানীর মোহাম্মদপুরে বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। কিশোর অপরাধীদের অস্ত্র নিয়ে মহড়া ও হামলার ভাইরাল ভিডিও এলাকাবাসীর মনে আতঙ্কের জন্ম দিয়েছে। পুলিশ বলছে, জুলাই অভ্যুত্থানের পর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ঘিরে মাদকের কারবার নিয়ে ঘটে সংঘাত ও প্রাণহানি। তবে এলাকাবাসী বলছে, থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে অনেক অপরাধী গ্রেপ্তারের পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট...