দীর্ঘদিনের সতীর্থ জর্দি আলবার অবসরের ঘোষণায় আবেগাপ্লুত হয়েছেন লিওনেল মেসি। ৩৬ বছর বয়সে আলবা ঘোষণা দিয়েছেন, চলতি মৌসুম শেষে তিনি ফুটবলকে বিদায় জানাবেন। গত মে মাসে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৭ পর্যন্ত নতুন চুক্তি করেন আলবা। কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই জানিয়ে দেন এ মৌসুম শেষে তুলে রাখবেন বুটজোড়া। এর সপ্তাহখানেক আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন বার্সা ও মায়ামির আরেক কিংবদন্তি সার্জিও বুসকেটস। অবসরের ঘোষণায় আলবা বলেন, ‘জীবনের এই অধ্যায় শেষ করার এখনই সঠিক সময়। ফুটবলের প্রতি আমার সমস্ত আবেগ ও পরিশ্রম দিয়েছি, এখন নতুন অধ্যায় শুরু করার পালা।’ বার্সেলোনা ও ইন্টার মায়ামিতে একসঙ্গে ৪০০টির বেশি ম্যাচ খেলা এই স্প্যানিশ তারকার অবসরে গভীর অনুভূতি প্রকাশ করেছেন মেসি। ইনস্টাগ্রামে আলবার পোস্টে মেসি লিখেছেন, ‘ধন্যবাদ জর্দি। তোমাকে ভীষণ মিস করব। এত বছর একসঙ্গে খেলার পর...