বধির জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী জেলা বধির সংঘ। গতকাল সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানের কাছে সংগঠনটির পক্ষ থেকে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিকে, গতকাল সকালে বগুড়া শহরের সাতমাথায় ৭ দফা দাবিতে মূক-বধির সংঘের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। তাদের দাবিগুলো হলো বধির সংঘের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় সরকারি জমি বরাদ্দ প্রদান; ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের কর্মসংস্থান, আর্থিক সহায়তা ও আবাসন নির্মাণের ব্যবস্থা; তাদের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা, সার্বিক সহযোগিতা এবং ক্ষতিগ্রস্ত সদস্যদের আইনগত সহায়তা প্রদান; ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বধিরদের জন্য ত্রাণসামগ্রী বিতরণ, ভিজিএফ কার্ড...