স্ত্রী প্রজননতন্ত্রের ক্যানসারের মধ্যে ডিম্বাশয়ের ক্যানসারে মৃত্যুহার সবচেয়ে বেশি। ডিম্বাশয় ক্যানসার এমন একটি ক্যানসার যা ডিম্বাশয়কে সংক্রামিত করে। এটি কোষের অস্বাভাবিক ফলাফল যা শরীরের অন্যান্য অংশে আক্রমণ বা বিস্তারের ক্ষমতা রাখে। যখন এই প্রক্রিযা শুরু হয়, যে কোনো বা শুধুমাত্র অস্পষ্ট উপসর্গ থেকে। ডিম্বাশয়, ডিম্বনালি এবং পেরিটোনিয়ামের ক্যানসার ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, এদের উপসর্গগুলো এক রকম তাই এদের চিকিৎসা পদ্ধতিও একই রকম। এ ক্যানসারগুলো শুরু হয় যখন শরীরের এ সমস্ত অংশের সুস্থ কোষ পরিবর্তিত হয়ে অনিয়ন্ত্রিত বিভাজন শুরু হয়। ডিম্বাশয় ক্যানসারের লক্ষণ শুরুতে তেমন বোঝা যায় না। এ রোগের সাধারণত নির্দিষ্ট কোনো উপসর্গ নেই। তবে নিচের লক্ষণগুলো যদি সাম্প্রতিক সময়ে (১ বছরের কম সময়ের মধ্যে) দেখা দেয় এবং মাসে ১২ দিনের বেশি স্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ৩. খাবারে অরুচি...