আটলান্টা ফায়ারের হয়ে ইউএসএ মাইনর টি-টোয়েন্টি লিগের শিরোপা জয়ের পর নতুন অভিযানে বেরিয়েছেন সাকিব আল হাসান। এবার গন্তব্য কানাডা। সেখানে আজ (বাংলাদেশ সময় কাল সকাল ৬টা) থেকে শুরু হচ্ছে নতুন এক ইনডোর ক্রিকেট আয়োজন কানাডা সুপার ৬০ টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টে মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্সের হয়ে খেলছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভ্যাঙ্কুভারের ৪২ বছর বয়সী ছাদ ঢাকা বিসি প্লেস স্টেডিয়ামে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি পুরুষ ও দুটি নারী দল। ম্যাচ হবে টি১০ ফরম্যাটে, অর্থাৎ ১০ ওভারের খেলা, ৬০ বল। সাকিব ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিশ্বের অনেক তারকা কুইন্টন ডি কক, সিকান্দার রাজা, অ্যালেক্স হেলস, রহমতউল্লাহ গুরবাজ, জেসন রয়, মইন আলি, রাসি ভ্যান ডার ডুসেন, শোয়েব মালিক, ডেভিড মালান, জো ক্লার্ক, উইল স্মিড। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত...