আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২২১ রান করেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সাইফ হাসানের অভিষেক ওয়ানডে। কিন্তু ২৬ রান করলেও ইনিংসটা খুব রঙিন হলো না। টপ অর্ডারের তিন ব্যাটার নেই ৫৩ রানে। মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের ব্যাট সামাল দেয় সেই বিপদ। ১৩৮ বলে গড়েন শতরানের জুটি। ভুল বোঝাবুঝিতে রান আউটে কপাল পুড়ে হৃদয়ের। একটু পর ফেরেন মিরাজও। মিরাজ ৬০ ও হৃদয় ৫৬ রান...