সিঙ্গাপুর ম্যাচের ভুল আর করতে চায় না বাংলাদেশ। ভুল বৃত্ত ভেঙে হংকং চায়নাকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বের আশা টিকিয়ে রাখতে আজ জাতীয় স্টেডিয়ামে নামবেন জামাল ভূঁইয়ারা। ভুলের পুনরাবৃত্তিতে শেষ হয়ে যাবে সব আশা। তাই নির্ভুল ফুটবলই শিষ্যদের কাছে প্রত্যাশা কোচ হাভিয়ের কাবরেরার। দশ দিনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ম্যাচ ভেন্যুতেই এতদিন ঘাম ঝরিয়েছেন তারা। যেটা একেবারেই ভালো লাগেনি হংকং কোচের। ফিফা-এএফসির নিয়ম ভেঙে স্বাগতিকদের হোম ভেন্যু ব্যবহারের সমালোচনাও করেছেন ব্রিটিশ কোচ অ্যাশলে ওয়েস্টউড। দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন কাজ করার সুবাদে সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশকে মোকাবিলা করতে এসেছেন তিনি। মাঠের লড়াইয়ের আগে আবার প্রতিপক্ষকে কথার লড়াইয়ে ভড়কে দেওয়ার পন্থা নিয়েছেন। বাংলাদেশের অন্যতম অস্ত্র হামজা চৌধুরীকে নিজ দলে থাকলে বেঞ্চে বসিয়ে রাখতেন বলে একটু কটাক্ষই করতে চাইলেন যেন। হংকং কোচের কটাক্ষের জবাবটা অবশ্য...