খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ সব পেশাজীবী সাংবাদিকরা। গতকাল বুধবার সকাল ১০টায় শহরের শাপলা চত্বরে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দেন সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা প্রায় সময় পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলার শিকার হন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্নভাবে মিথ্যা ও কুৎসা রটানো হয়, যা সাংবাদিকদের সামাজিকভাবে হেয় হতে হচ্ছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার...