প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পার্থক্যটা ঠিক কী কী বিষয় দিয়ে সূচিত হয়? ভাষা, জীবনাচরণ, মূল্যবোধ, বিবেচনার দৃষ্টিভঙ্গি, কিংবা ভবিষ্যৎ পরিকল্পনাজাত যাত্রা। কোনটি? বয়সের আবশ্যিক প্রাকৃতিক পার্থক্য অবশ্যম্ভাবী। কিন্তু এই বয়সের পার্থক্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে দৃশ্যমান কিংবা অদৃশ্য বিভেদকগুলো তুলে দেয় তাতে বদলে যায় দেশ, কাল, সমাজের চেহারা আর গন্তব্য। আমাদের যে প্রজন্মটির নাম জেনারেশান এক্স কিংবা জেনারেশন মিলেনিয়াম তাদের লালিত মূল্যবোধ ভালো কী মন্দ, এই সময়ের নিরিখে কতখানি উপযোগী কিংবা অনুপযোগী এই প্রশ্নটি উহ্য রেখেই যদি বলি জীবনাচরণ, মূল্যবোধ একটা সময়ের সঙ্গে আরেকটা সময়ের যে মৌলিক পার্থক্য গড়ে দিয়েছে ওই পার্থক্য মেনে নেওয়া আমাদের জন্য কঠিন আর সহ্য করা কঠোর হয়ে দাঁড়িয়েছে। এই পার্থক্য বিগত প্রজন্মগুলোতে এতটা প্রকট ছিল না। কেন এই অসম আর অসহনীয় পার্থক্য? এর শুরু কবে, কীভাবে...