কর্নাটকে ফেসবুক লাইফে এসে আত্মহত্যা চেষ্টা করেন সালমান পাশা নামে এক ব্যক্তি। এ থেকে তার পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করেছে। সালমান অভিযোগ করেন, তার স্ত্রী ও স্ত্রীর আত্মীয়রা তাকে মানসিকভাবে হয়রানি করছেন। ঘটনাটি জয়ানগর থানা এলাকার। তবে তার আত্মহত্যা চেষ্টাকে স্ত্রী সৈয়দ নিকহাত ফিরদৌস ‘নাটক’ হিসেবে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, সালমান পাশা কুয়েতে হাইড্রোলিক মেকানিক হিসেবে কাজ করতেন। দেশে ফিরে চার বছর আগে সৈয়দ নিকহাত ফিরদৌস নামের এক নারীকে বিয়ে করেন। প্রথম দুই বছর তাদের দাম্পত্য জীবন সুখে কাটলেও দ্বিতীয় সন্তানসম্ভাবা অবস্থায় সালমান বিদেশে যাওয়ার পর থেকে সম্পর্কের অবনতি ঘটে। সালমানের বিদেশ যাত্রার পর নিকহাত তার পিত্রালয়ে চলে যান। সেখান থেকেই দাম্পত্য কলহের সূত্রপাত। নিজের ফেসবুক লাইভ ভিডিওতে সালমান অভিযোগ করেন, তার স্ত্রী,...