নারীদের জীবনের প্রতিটি বয়সেই ঘটে মানসিক ও শারীরিক পরিবর্তন। তবে বিশেষজ্ঞদের মতে, ত্রিশ বছর বয়স নারীদের জন্য এক গুরুত্বপূর্ণ মোড়—যেখানে জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আত্মবিশ্বাসে আসে দৃশ্যমান পরিবর্তন। মনোবিজ্ঞানীদের মতে, ২০ থেকে ৩০ বছর বয়সের সময়কাল একজন নারীর আত্মপরিচয় গঠনের সময়। ২০-এর দশকে যেখানে অনেক সিদ্ধান্ত আবেগনির্ভর হয়, ৩০ বছরে এসে সেই সিদ্ধান্তগুলো হয়ে ওঠে অধিক পরিণত ও বাস্তবভিত্তিক। গবেষণায় দেখা গেছে, ৩০ বছর বয়সে নারীরা নিজেদের জীবনের লক্ষ্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পান। তারা ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বা মান-অভিমান না করে পরিস্থিতি সামলে নিতে জানেন। এ বয়সে আত্মবিশ্বাস বাড়ে, এবং নিজের কাজ ও দায়িত্বের প্রতি সচেতনতা বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা বলছেন, ৩০-এর নিচে অনেক নারী নিজের ভুল বা দুর্বলতা এড়িয়ে যান। কিন্তু ৩০-এর পর তারা...