এডিস মশার বিস্তার রোধে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএনসিসির ওয়েবসাইটে এক গণবিজ্ঞপ্তিতে এই সহযোগিতা চাওয়া হয়। ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এডিস মশা ডেঙ্গু রোগের বাহক। এডিস মশার বিস্তার রোধে আপনার বাড়ির ভেতর এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদিসহ পরিত্যক্ত যেকোনো পাত্রে পানি জমে থাকলে প্রতি তিনদিনের মধ্যে অবশ্যই পরিষ্কার করুন। বাড়ির আঙ্গিনা, ছাদ, বারান্দা, গ্যারেজের কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জমে থাকা পানি নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে। অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পাত্র সরিয়ে ফেলতে হবে। বর্ষাকালে ছাদ বাগানের কোনো টবে যেন পানি জমতে না পারে তা নিশ্চিত করুন, বাড়িরবেসমেন্টে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। নির্মাণাধীন বাড়ি এডিস মশার অন্যতম বংশ বিস্তারের স্থান, এ ব্যাপারে...