দিনব্যাপী আনন্দভ্রমণের আয়োজন করেছে পর্তুগালে থাকা বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কাজা দো বাংলাদেশ’ (সিডিবি)। রোববার দেশটির রাজধানী লিসবনের সান্তারাইম জেলার পার্ক ভালাদা রিবাতেজোতে এ আয়োজন করেন তারা। দিনব্যাপী এই ভ্রমণে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। শিশুদের জন্য ছিল বিভিন্ন কার্যক্রম, বড়দের জন্য ছিল খেলাধুলা, সঙ্গীত ও খাবারের আয়োজন। সারাদিন হাসি-আনন্দে মুখরিত ছিল পুরো পরিবেশ। কাজা দো বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রনি হোসাইন, মাসুম আহমদ, ইকবাল আহমদ কাঞ্চন, শাহিন আহমদ, হাফিজ আল আসাদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স ও লাবনী খাতুন। অতিথি ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, সাবেক সভাপতি রাসেল আহমেদ, হুসাইন আলী রাজন, জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন নাহিদ, নুরুজ্জামান সেলিম, দিদারুল ইসলাম, মাহদি জয়, সাইফুল জয় ও মাহমুদা...