অনিয়ম-দুর্নীতি তদন্তে গঠিত টাস্কফোর্স শ্বেতপত্র প্রকাশে কাজ করছে * করপোরেট ও সরকারি চিঠিপত্র লেনদেন বেড়েছে বিগত সরকারের সময় ডাক বিভাগে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, তহবিল তছরুপ ছিল ওপেন সিক্রেট। এর ওপর আছে রাষ্ট্রীয় এই সেবা প্রতিষ্ঠানটির ধারাবাহিক লোকসান। ফলে ডাক বিভাগের ওপর গণমানুষের আস্থা ও সেবা তলানিতে ঠেকেছে। ডাক সঞ্চয় ব্যাংকের গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ এবং সাড়ে ৮ হাজার ডিজিটাল আধুনিক পোস্ট অফিস স্থাপনের নামে প্রকল্প পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত সুধাংশু শেখর ভদ্রের দুর্নীতিতে ডাক বিভাগটি ডুবতে বসেছিল। এছাড়া ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। সুধাংশু শেখরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো ও পোস্টমাস্টার জেনারেল মোস্তাক আহমেদকে গ্রেফতার করা হয়েছে। মোস্তাকের বিরুদ্ধে ১৫ কোটি ১১ লাখ টাকা দুর্নীতির অভিযোগ...