স্থানীয় মাঠে নামাজে জানাজা শেষে বুধবার বাদ মাগরিব তাকে নিজগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আত্মীয়-স্বজন অংশ নেন। তার মৃত্যুকে শোক জানিয়েছে যুগান্তর পরিবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম। রহিমের নেসা ১৯৩৯ সালে নোয়াখালীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি ধর্মপ্রাণ, সৎ ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হামিদ বিশ্বাসের মা রহিমের নেসা (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকালে নোয়াখালীর সুবর্ণচরের নিজ...