গত ৫ অক্টোবর গভীর রাতে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে মারা যান ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী নন্দিনী সরকার। মরদেহ গ্রামের শ্মশানে নেওয়া হয়নি। পারিবারিক জমিতে (মাটিচাপা) তাকে দাফন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, অপমৃত্যুর মামলায় বাদী নন্দিনীর মৃত্যুর কারণ হিসেবে মাদকের বিষক্রিয়ার কথা উল্লেখ করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। মানিকগঞ্জ জেলার গিলন্ড গ্রামের ইজিবাইকচালক অনিল সরকারের দুই মেয়ের মধ্যে নন্দিনী বড়। দুর্গাপূজার সপ্তমীর দিনে পূজার উৎসব উপভোগ করতে ছোট বোন বিনা (১৭), চাচা গণেশ সরকারের স্ত্রী হাসি ও চাচাতো ভাই (গণেশ সরকারের ছেলে) সমিরকে সঙ্গে নিয়ে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাণ্ডারীপাড়ায় বিজন সরকারের বাড়িতে আসেন। অষ্টমীর দিনে আসেন চাচা (নন্দিনীর) গণেশ সরকার।...