আহমদ রফিক / জন্ম : ১২ সেপ্টম্বর ১৯২৯; মৃত্যু : ২ অক্টোবর ২০২৫ আহমদ রফিক বায়ান্নর ভাষাসংগ্রামী; কিন্তু এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। তিনি ভাষা আন্দোলন নিয়ে গবেষণা করেছেন, সেই আন্দোলন যে ঢাকা কেন্দ্রিক ছিল না, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, সেসবও উঠে এসেছে তাঁর লেখনীতে। আহমদ রফিক ভাষা আন্দোলনকে দেখেছেন বৃহত্তর গণমানুষের সংগ্রামের অংশ হিসেবে। ১৯৫২-এর একুশে ফেব্রুয়ারি ইতিহাসের বাঁক ফেরানো ঘটনা যখন ঘটে আহমদ রফিক তখন ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভাষা আন্দোলনে যোগদানের কারণে সরকার তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করে। ফলে পড়াশোনায় সাময়িক বিরতি ঘটে। পরবর্তীকালে তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নিলেও চিকিৎসা সেবাকে পেশা হিসেবে বেছে নেননি। তিনি সমাজের আরও বৃহত্তর সেবায় নিজেকে নিয়োজিত করেন, যার নাম মানবমুক্তি। ছাত্রাবস্থায়ই আহমদ রফিক কমিউনিস্ট পার্টিতে যোগ দেন; আত্মগোপনে...