মৃত্যুর মাত্র কয়েক মাস আগে ইউনিমেড-ইউনিহেলথ ও শব্দঘর পত্রিকার পক্ষ থেকে ই.ই.-এর ঊর্ধ্বতন কর্মকর্তা শাফায়েত মাহমুদ ও শব্দঘর সম্পাদক-কথাসাহিত্যিক মোহিত কামাল আহমদ রফিকের খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা প্রদান করেন। ইউনিমেড-ইউনিহেলথ তাঁকে আমৃত্যু ওষুধ সরবরাহ করার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ এক গভীর শূন্যতায় নিমজ্জিত। চলে গেলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক এবং রবীন্দ্র-গবেষক ডা. আহমদ রফিক। এক বর্ণময়, সংগ্রাম ও সাধনায় ঋদ্ধ জীবনের অবসান ঘটিয়ে তিনি পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। তাঁর এই বিদায় কেবল একজন ব্যক্তির প্রয়াণ নয়, এ এক ইতিহাসের গৌরবময় অধ্যায়ের সমাপ্তি; এক বাতিঘরের নিভে যাওয়া, যা দশকের পর দশক ধরে বাঙালি জাতিকে পথ দেখিয়েছে। যে শরীর একদিন ভাষার জন্য রাজপথে হেঁটেছে, বুলেটের সামনে দাঁড়িয়েছে, সে শরীর তিনি দান করে গেছেন চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য। মৃত্যুর...