যখনই আমরা ভাষার ইতিহাসের দিকে ফিরে তাকাই, তখনই চোখে ভেসে ওঠে কিছুসংখ্যক মানুষের মুখ- যাঁরা বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিলেন। সেই মুখগুলোর ভিড়েই দেখা মেলে এক প্রজ্ঞাময়, সংগ্রামী এবং সৃষ্টিশীল মানুষের, যাঁর নাম আহমদ রফিক। তিনি কেবল একজন সাহিত্যিক নন, তিনি ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী, গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক এবং জাতীয় চেতনার এক অমলিন ধারক। আহমদ রফিকের নাম উচ্চারণ মানেই মনে পড়ে যায় এক সংগ্রামী প্রজন্মকে, যারা ভাষার অধিকারকে স্বাধীনতার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন তাঁদেরই একজন, যিনি মাঠের আন্দোলনে যেমন সক্রিয় ছিলেন, তেমনি পরবর্তী সময়ে কলমের মাধ্যমে সেই আন্দোলনের ইতিহাসকে সুসংহতভাবে লিপিবদ্ধ করেছেন। তাঁর লেখনী আমাদের শিখিয়েছে- ভাষার মর্যাদা রক্ষার লড়াই কেবল রাজনৈতিক লড়াই নয়, এটি এক জাতির আত্মপরিচয় রক্ষার সংগ্রাম। কবি আহমদ রফিকের কাব্যভাষায় যেমন ধরা...