আবিদ আজাদ / জন্ম: ১৬ নভেম্বর ১৯৫২; মৃত্যু: ২২ মার্চ ২০০৫ আবিদ আজাদ, আধুনিক বাংলা কবিতার এক ভীষণ রকমের অবমূল্যায়িত কবি। অন্যায্যভাবে সরলীকরণ কিংবা পার্শ্বদৃষ্টি থেকে তার সম্পর্কে কোনো না কোনো গড়পড়তা মন্তব্য প্রায়শই করা হয়ে থাকে। বোধগম্য হলে তা আর কবিতা থাকে না বলে যারা মনে করেন তাদের কাছে আবিদ আজাদ কেন রবীন্দ্রনাথ কিংবা শামসুর রাহমানের লেখা অনেক কবিতাই কবিতা পদবাচ্য নয়। কালানুক্রমিক বিবেচনায় আবিদ আজাদকে বিংশ শতাব্দীর সত্তরের দশকের কবি হিসেবে দেখা হয়। তবে ‘সত্তর দশকের বাংলা কবিতা’ এবং ‘সত্তর দশকে আবির্ভূত কবি’- এ দুটি প্রত্যয়ের মধ্যে ঐতিহাসিকভাবে ভিন্নতা রয়েছে। আবিদ আজাদের প্রথম কাব্যগ্রন্থ ‘ঘাসের ঘটনা’ ১৯৭৬ সালে প্রকাশিত হয়, তখন তার বয়স ছিল মাত্র ২৪। সবুজ শ্যামল গ্রাম থেকে উঠে আসা এক তরুণের কবিতায় গ্রামের প্রকৃতিমুগ্ধতা থাকলেও...