ভারতের কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে ‘দ্রুত ও বিধ্বংসী প্রতিক্রিয়া’ জানানো হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (৮ অক্টোবর) জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ) অনুষ্ঠিত ২৭২তম কর্পস কমান্ডারস কনফারেন্সে এই সতর্কবার্তা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সম্মেলনে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের “দায়িত্বহীন ও উসকানিমূলক মন্তব্যে” গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, এসব বক্তব্য ‘রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে যুদ্ধোন্মাদনা উসকে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা।’ আইএসপিআর জানায়, ‘ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান দ্রুত, দৃঢ় ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে—যাতে ভৌগোলিক অবস্থান থেকে ভারতের যে আপাত নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে, তা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে। যে কোনো কল্পিত ‘‘নতুন স্বাভাবিকতা’’র জবাবে...