যানবাহনের গতি কমে গেছে, ঘটছে দুর্ঘটনা * যানজটে গাড়ির চালক ও যাত্রীদের দুর্ভোগ চরমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উদ্বোধনের দুই বছরের মাথায় সড়কের অন্তত ২৫ কিলোমিটার এলাকায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় অন্তত পাঁচ কিলোমিটার সড়ক দেবে গেছে। এতে ঘন ঘন দুর্ঘটনা এবং যানজটে বসে থেকে হাজার হাজার যানবাহনের চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন, অতিরিক্ত পণ্য পরিবহণের পাশাপাশি নিম্নমানের কাজের কারণে উদ্বোধনের দুই বছরের মাথায় খানাখন্দের সৃষ্টি হয়েছে দেশের অন্যতম বৃহত্তম এই মহাসড়কে। পরিবহণ নেতারা বলছেন, দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। আর সড়ক বিভাগ বলছে, বৃষ্টির মৌসুম শেষ হলে স্থায়ী সমাধান করা হবে। মহাসড়ক ব্যবহারকারীরা জানান, কয়েক মাস ধরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা থেকে সদর উপজেলার তারটিয়া...