বাংলাদেশ দলের কেন্দ্রবিন্দু এখন এক নাম— হামজা দেওয়ান চৌধুরী। হোটেল থেকে অনুশীলন মাঠ—সব জায়গায়ই তার আলোচনা, তার উপস্থিতি। কিন্তু বৃহস্পতিবার রাতে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি ছিলেন না, তবু ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই আলোচনাতেই চমকে দিলেন প্রতিপক্ষ দলের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড।সংবাদ সম্মেলনে যখন ওয়েস্টউডের কাছে প্রশ্ন উঠল— ‘বাংলাদেশের হামজাকে নিয়ে কি কোনো বিশেষ পরিকল্পনা আছে?’, তখন তার উত্তর যেন একটু খোঁচা মিশ্রিতই ছিল। হাসিমুখে ইংলিশ কোচ বললেন, ‘হামজা যদি আমার দলের খেলোয়াড় হতো, তবে তাকে বেঞ্চেই বসতে হতো! তবে হ্যাঁ, তার দক্ষতা সম্পর্কে আমরা জানি। সে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে, মাঝে মাঝে মিডফিল্ডেও ওঠে। কিন্তু মনে রাখতে হবে, ফুটবল দলীয় খেলা—একজন খেলোয়াড় দিয়ে পুরো দল তৈরি হয় না।’ওয়েস্টউডের এই মন্তব্য মুহূর্তেই আলোচনার ঝড় তোলে সাংবাদিকদের...