রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে ঢাকায় আসা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৭ নেতাসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীতে নাশকতা ও আইনশৃঙ্খলা অবনতির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঢাকায় অবস্থান নেওয়া ওই গ্রুপটিকে শনাক্ত করে ডিবি অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের অন্তত সাতজন নেতা রয়েছেন। গ্রেফতাররা হলো -ছাত্রলীগ নেতা চঞ্চল মিয়া ওরফে এনায়েত করিম চঞ্চল (৩৫), রাশিদুল ইসলাম রন্টি (২৭), শাহিদ কাজী (২২), রাজীব শিকদার (১৯), রায়হান পাইক (২১), রবিউল মিয়া, আওয়ামী লীগ কর্মী হান্নান মিয়া (৫০), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসলাম...