উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তী সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বুধবার রাতে ঐতিহাসিক পুরান ঢাকার লালবাগ কেল্লা প্রাঙ্গণ পরিণত হয় ধ্রুপদী সুর ও আলোকসজ্জার এক অনন্য মিলনমেলায়। কেল্লার প্রবেশ ফটক থেকেই যেন ভেসে আসে মুগল আমলের আভিজাত্য—ঝলমলে আলো, সাজসজ্জা আর প্রাচীন স্থাপত্যের মায়াময় আবেশে প্রাণবন্ত হয়ে ওঠে সন্ধ্যার পরিবেশ।অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যিনি ভিডিও বার্তায় বলেন, “বিশ্ব সংগীতের ভুবনে ওস্তাদ আলাউদ্দিন খাঁ এক কিংবদন্তী ব্যক্তিত্ব, যিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। ঐতিহাসিক লালবাগ কেল্লায় তাঁর জন্মবার্ষিকী উদযাপন বিশেষ তাৎপর্যপূর্ণ।” উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা...