আফ্রিকার ছোট্ট দেশ ইসোয়াতিনি। আয়তনে ক্ষুদ্র, অর্থনীতিতে দুর্বল—কিন্তু এই দেশটির রাজা তৃতীয় এমসোয়াতির জীবনযাত্রা যেন কোনো হলিউড সিনেমাকেও হার মানায়। গরিব দেশের রাজা হলেও তাঁর ব্যক্তিগত বিলাসে নেই কোনো খামতি— ৩০ রানি, ৩৫ সন্তান, শতাধিক গৃহপরিচারক, রোলস রয়েসের বহর আর নিজস্ব ব্যক্তিগত জেটবিমান—সবই আছে এই এক ব্যক্তির দখলে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমসোয়াতির একটি ভিডিও। তাতে দেখা যায়, তিনি চিতাবাঘের ছাপওয়ালা ঐতিহ্যবাহী পোশাকে আবু ধাবি বিমানবন্দরে নেমেছেন নিজের জেটবিমানে করে। তাঁর সঙ্গে রাজপরিবারের সদস্য এবং প্রায় ১০০ জন পরিচারকও ছিলেন। রাজার আগমন ঘিরে বিমানবন্দরে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয় যে, নিরাপত্তা কর্তৃপক্ষকে তিনটি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, রাজার এই সফর ছিল অর্থনৈতিক বৈঠকের জন্য। কিন্তু আলোচনার চেয়ে বেশি আলোচনায় এসেছে তাঁর রাজকীয় বিলাসিতা। বলা...