বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শ্রেণিকক্ষে পর্যাপ্ত ফ্যান নেই বলে মন্তব্য করেছেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে দুইজনের কক্ষে ৮ থেকে ৯ জন করে থাকা লাগে বলেও মন্তব্য করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য (ডাকসু) এসি কেনার ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে আজ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন কথা বলেন তিনি।আবরার ফাইয়াজ লিখেছেন, ‘ডাকসুতে এসি লাগানো নিয়ে অনেক আলোচনা দেখলাম। তো মোটামুটি খুজতেছিলাম যে, ঢাবির ক্লাসরুমে এসি নাই এমন কোনো কথা কেউ বলে কি-না। কিন্তু কোথাও এই কথা না দেখে বুঝলাম, তাদের হয়তো সব ক্লাসরুমেই এসি আছে, তাই অন্যত্র নিয়ে এত কথা। বুয়েট থেকে দেখে ভালোই লাগলো।’তিনি লিখেছেন, ‘ফেসবুকে ঢুকলেই দেখি, আমাদের পিছে নাকি সরকার সবচেয়ে বেশি খরচ করে।...