দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিভিন্ন পেশার কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।বুধবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।বক্তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল প্রবীণ জনগোষ্ঠী আজ এমন এক বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে উন্নয়নে তাদের ভূমিকাকে এমনকি তাদের অধিকারকেও যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এই প্রেক্ষাপটে জাতিসংঘের এবারের প্রবীণ দিবসের প্রতিপাদ্য বিষয়টি সময়োপযোগী। এ বছরের প্রবীণ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো: ‘জাতীয় ও আন্তর্জাতিক কর্মকাণ্ডে প্রবীণরা মূল চালিকাশক্তি: আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সমৃদ্ধি, আমাদের অধিকার’। এতে করে বৈশ্বিকভাবে প্রবীণদের ভূমিকাকে স্বীকৃতিদান ও সহযোগিতা করা সম্ভব হবে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর...