মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত ১ দশমিক ১৬ কিলোমিটার অংশের সামগ্রিক নির্মাণকাজ ৬৪ দশমিক ২৩ শতাংশ সম্পন্ন হয়েছে। বুধবার (৮ অক্টোবর) মেট্রো লাইন-৬ প্রকল্পের একজন কর্মকর্তা বলেন, ঢাকা মেট্রোরেল প্রকল্পের মতিঝিল-কমলাপুর অংশের অবকাঠামো নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ওই কর্মকর্তা আরও বলেন, কর্তৃপক্ষ আশা করছে, আগামী বছর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক ১৬ কিলোমিটার ট্র্যাকটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। এখন এমআরটি লাইন-৬ সম্প্রসারণ কাজ পুরোদমে চলছে। ঢাকা মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশটি আগামী বছরই চালু হতে পারে। বৈদ্যুতিক ও যান্ত্রিক সিস্টেম স্থাপন এবং অন্যান্য নির্মাণকাজে মনোযোগ দেওয়া হচ্ছে। নির্মাণকাজ দ্রুত গতিতে চলছে এবং এই অংশটি চালু হলে সামগ্রিক প্রকল্পের সুবিধা বাড়বে। গত ৩০ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, উত্তরা-মতিঝিল অংশের প্রকৃত গড় অগ্রগতি ৯৯ দশমিক ৪৩ শতাংশে পৌঁছেছে।...