আবু ধাবির গরমে যেন আরও তপ্ত হয়ে উঠল বাংলাদেশের ভাগ্য। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরাজ-হৃদয়ের লড়াকু ফিফটির পরও জয় ধরা দিল না। আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট-বলে ঝলকে উড়ে গেল টাইগাররা। ৪০ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪৪ বলে গুরুত্বপূর্ণ ৪০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন এই অলরাউন্ডার। ফলে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে জিতলো আফগানিস্তান।বাংলাদেশের ২২১ রানের মাঝারি স্কোর তাড়া করতে নেমে শুরুটা সতর্ক ছিল আফগানদের। একপ্রান্তে গুরবাজ আর অন্যপ্রান্তে রহমত শাহ মিলে গড়ে তোলেন ৭৮ রানের দৃঢ় জুটি। তানজিম হাসান সাকিবের ধারালো স্পেলে কিছুটা আশার আলো দেখা দিলেও সেটি ছিল ক্ষণস্থায়ী। রহমত শাহ (৫০) ও গুরবাজ (৫০) ফেরার পরও আফগান ইনিংস ভাঙতে পারেনি বাংলাদেশ।তখনই ব্যাট হাতে নামেন ওমরজাই। শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাবে খেলে চাপে ফেলে...