পরাজয়ের হতাশা মুখে নিয়েও চোখে ছিল দৃঢ়তা। ব্যাট হাতে দলের সর্বোচ্চ ৬০ রান, বল হাতে ১০ ওভারে মাত্র ৩২ রানে ১ উইকেট—এমন অলরাউন্ড পারফরম্যান্সেও জয়ের হাসি আসেনি মেহেদী হাসান মিরাজের মুখে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের হার মেনে নিয়েও বাংলাদেশের অধিনায়ক বিশ্বাস রাখছেন, এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে।আবু ধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ১৫ ওভারের মধ্যেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের সেই সময়টায় দলকে টেনে তোলেন মিরাজ ও তাওহিদ হৃদয়। দুজনের ১০১ রানের পার্টনারশিপে কিছুটা লড়াইয়ের আভাস মিলেছিল, কিন্তু পরে আর কেউ বড় ইনিংস গড়তে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ২২১ রানে—যা আফগানদের জন্য ছিল তুলনামূলক সহজ লক্ষ্য।ম্যাচ শেষে প্রেজেন্টেশনে স্পষ্টভাষী মিরাজ বললেন, ‘আমরা প্রথম ১৫ ওভারে অনেক উইকেট হারিয়েছি।...