শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ডিজিটাল অ্যাপ ‘অপরাজেয়’ চালু করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ)। বুধবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং বেইস কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এই অ্যাপের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার। শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও মানসিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “শুধু একাডেমিক অর্জন নয়, আমাদের শিক্ষার্থীদের মানসিকভাবে সুস্থ ও স্থিতিশীল হয়ে গড়ে ওঠাটাও সমান গুরুত্বপূর্ণ। অপরাজেয় অ্যাপস সে লক্ষ্যেই একটি সময়োপযোগী পদক্ষেপ।” বিজনেস স্কুলের শিক্ষার্থী জামিলা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা আশিকুল মাহমুদ ইরফান। অন্যদের মধ্যে বেইস কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান আশফাক খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক আসিফ...