পুরান ঢাকার লালবাগ কেল্লার প্রবেশ ফটক দিয়ে ভেতরে যেতেই স্বাগত জানালেন দুজন প্রহরী, যেন সেই মুগল যুবরাজ মুহম্মদ আজমের অন্দরমহল। সেখানেই ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী রাঙিয়ে তোলা হয়েছে রঙিন আলোর ঝলক আর ধ্রুপদী সুরের মূর্ছনায়। আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকীতে বুধবার রাতে বসে সুরের জলসা। সে জন্য লালবাগ কেল্লার ভেতরে করা হয় আলোকসজ্জা। ছিল সাজ সাজ রব, যেন যুবরাজের অন্দর মহলের কোনো জমকালো আয়োজন। সে আয়োজনে সামিল হতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসে বিকাল থেকেই লালবাগ কেল্লার ফটকের সামনে অপেক্ষা করছিলেন সামিহা ও রাসেল নামের দুজন শিক্ষার্থী। ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনকে ঘিরে ধ্রুপদী সঙ্গীতের আসরের খবর ফেইসবুকে জেনে এসেছিলেন তারা। কিন্তু আমন্ত্রণপত্র না থাকায় তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান উপদেষ্টার ফেইসবুক থেকেও এই অনুষ্ঠানটি নিয়ে...