টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটে এখন দলছে দিনবদলের গান, কিন্তু ওয়ানডের রথ ছুটছে যেন পেছন পানে। আইসিসি র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে যাওয়া দল আরেকটি সিরিজের শুরুটা করল পরাজয় দিয়ে। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়া আফগানিস্তান ৫০ ওভারের সংস্করণে নিজেদের মেলে ধরল ভিন্ন রূপে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারাল আফগানিস্তান। আবু ধাবিতে দারুণ বোলিং পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে ২২১ রানে আটকে রেখে আফগানরা জয় পায় ১৭ বল বাকি রেখে। বল হাতে তিন উইকেটের পর ব্যাটিংয়ে ৪০ রানের কার্যকর ইনিংস খেলে ম্যাচের সেরা আজমাতউল্লাহ ওমারজাই। আলাদা করে বলতে হবে রাশিদ খানের কথাও। দুর্দান্ত এক স্পেলে তিন উইকেট নিয়ে ইনিংসের মোড় ঘুরিয়ে দিয়ে তিনি বড় ভূমিকা রাখেন বাংলাদেশের রান এত কমে রাখতে। টস জিতে ব্যাটিং নিয়ে অধিনায়ক মিরাজ বলেন, ২৮০ রানের...