চলতি মাসে ১০ বছর পূর্ণ করছে অ্যাপভিত্তিক সেবাদানকারী কোম্পানি পাঠাও। এ উপলক্ষে ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ১০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে গ্রাহকদের জন্য ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং নানা পুরষ্কারের ঘোষণা দিয়েছে এ কোম্পানি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠাও জানিয়েছে, পাঠাও বাইক, কার, ফুড ও ইন্টারসিটিতে আছে মোট ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আর পাঠাও পে-তে এক্সট্রা ৩০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। এসব অফার ইতোমধ্যে অ্যাপে লাইভ হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাঠাও বলছে, ‘ট্রেজার হান্টে’ টানা ২৮ দিনে প্রতিদিন থাকছে নতুন হিন্ট, লুকানো ট্রেজার আর ফোন দুইবার শেক করে ২০০ পাঠাও পয়েন্টস জেতার সুযোগ। প্রতি সপ্তাহে ১০ জন বিজয়ী পাবেন ওরামিয়ো বাংলাদেশের সৌজন্যে মোট ৫ লাখ টাকার পুরস্কার। সাপ্তাহিক পুরস্কার, গ্র্যান্ড সারপ্রাইজ আর...